চুলা অথবা গ্যাসের পাইপে ছিদ্র বা লিক থাকা, অনেকের একটি ভুল ধারণা থাকে যে সিলিন্ডারে লিকেজ থাকার কারণ সিলিন্ডার বিস্ফোরণ হয়।কিন্তু ৯৯% দুর্ঘটনায় দেখা যায় যে,সিলিন্ডারে কোনোরকম লিকেজ থাকেনা।মূলত লিকেজ থাকে পাইপ অথবা চুলার মধ্যে,যেখান থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে ও একটি দুর্ঘটনার সুত্রপাত ঘটে।